রাজধানীর খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘটনাস্থলেই এক যুবকের মৃত্যু হয়। আহত এক কিশোর হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
শনিবার (৩ মে) রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মৃত্যু হয় তার। এর আগে, শনিবার বিকেল পৌনে ৩টার দিকে খিলক্ষেত হোটেল লা মেরিডিয়ানের বিপরীত পাশের রেললাইনে এই দুর্ঘটনা ঘটে।
কিশোরটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. শাকিল জানান, খিলক্ষেত রেললাইনে মানুষের ভিড় দেখে এগিয়ে যাই। গিয়ে দেখি দুইজন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। জানতে পারি ট্রেনের ধাক্কায় আহত হয়েছে। সেখান একজনকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসি।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত দেড়টার দিকে মারা যায় কিশোরটি। এখনো তার পরিচয় পাওয়া যায়নি।
তিনি বলেন, একই ঘটনায় ঘটনাস্থলে মারা যান আরও এক যুবক। তারও পরিচয় এখনো জানা যায়নি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ