সম্পাদক পরিষদের সভাপতি ও সমকাল সম্পাদক গোলাম সারওয়ার বলেছেন, যাদের জন্য সরকার নীতিমালা করতে চাচ্ছে তাদের ৯০ শতাংশই এর বিপক্ষে। এমনকি সরকারের কোনো মন্ত্রীও এর পক্ষে সমর্থন দিচ্ছেন না। তিনি বলেন, আমরা 'কোড অব কনডাক্ট' করি। আর আপনারা স্বাধীন নির্বাচন কমিশন করেন। আমাদের অনাস্থায় ফেলবেন না। রবিবার এটিএন নিউজের এঙ্ট্রা আওয়ার অনুষ্ঠানে সম্প্রচার নীতিমালা বিষয়ক আলোচনায় তিনি এসব কথা বলেন।
প্রভাষ আমিনের উপস্থাপনায় আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন অ্যান্ড ফিল্ম স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. শফিউল আলম ভূইয়া, বিএফইউজে একাংশের সভাপতি শওকত মাহমুদ। গোলাম সারওয়ার বলেন, আমরা চাইব না সরকার এমন একটা নীতিমালা চাপিয়ে দেয়, যা আমাদের দায়িত্বে সমস্যা তৈরি করবে। সম্প্রচার নীতিমালা কি তা আমাদেরকে বলেই নিতে হবে। নীতিমালা কী হবে তা যদি আমাদেরই আগে অনুমোদন দিতে হয়, তাহলে এটাতে অবিশ্বাস তৈরি হয়। ডিসি-এসপি সাহেবরা যদি খারাপ কাজ করেন তাহলে প্রতিবেদন প্রকাশ করা যাবে না। কারণ তাদের অনেক ক্ষমতার জোর আছে। নীতিমালা করার মানে হলো, আমাদের হাত-পা জোর করে বেঁধে দেওয়া। তিনি বলেন, প্রিন্ট ও ইলেকট্রনিঙ্ মিডিয়াতে আমাদের দায়িত্বশীলতার জায়গায় ঘাটতি রয়েছে। ছোট একটি উদাহরণ টেনে তিনি বলেন, যেমন ধরুন- টেলিভিশন ও অনলাইনের অনেক ক্ষেত্রে যেটা হয়, একজন লোক অসুস্থ, কিন্তু ভালো ভাবে খোঁজখবর না নিয়ে ব্রেকিং নিউজ হিসেবে স্ক্রল দেওয়া হলো ওই লোকটি মারা গেছেন।