রাজধানীর মগবাজারে স্বেচ্ছসেবক লীগ নেতা মাহাবুবুর রহমান রানা হত্যা মামলায় দুই আসামিকে অস্ত্রসহ গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা হলো কামরান (২০) ও সাদ্দাম (২০)। গত রবিবার মাদারীপুরের শিবচর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭ রাউন্ড গুলিসহ একটি পিস্তল জব্দ করা হয়। গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে কামরান শীর্ষ সন্ত্রাসী রনির নির্দেশে তার অন্য সহযোগীদের নিয়ে হত্যাকাণ্ডটি ঘটানোর কথা স্বীকার করে। এদিকে রানা হত্যা মামলার আসামি ও শীর্ষ সন্ত্রাসী রনিসহ ১০ সন্ত্রাসীকে খুঁজছে পুলিশ। পুলিশের তালিকায় অন্য সন্ত্রাসীরা হলোÑ কালা রিপন, কবির, সোহরাওয়ার্দী, অংকুর, কিসলু, পারভেজ, সজিব, ফখরুল এবং রনি (২)। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম জানান, স্বেচ্ছাসেবক লীগ নেতা রানা মগবাজারের ডিস ব্যবসার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলে ক্ষুব্ধ হয়ে ওঠে মগবাজারের পলাতক শীর্ষ সন্ত্রাসী রনি।
সে তার সহযোগীদের দিয়ে রানাকে হত্যার পরিকল্পনা করে। তিনি আরও জানান, গ্রেফতারকৃত কামরান ও সাদ্দাম হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। কেন হত্যা করা হয়েছে সে বিষয়েও তথ্য দিয়েছে। হত্যার সঙ্গে শীর্ষ সন্ত্রাসী রনিসহ তার সহযোগীরা জড়িত রয়েছে। ডিস ব্যবসা নিয়ে আধিপত্য বিস্তারের জের ধরেই শীর্ষ সন্ত্রাসী রনি ও তার সহযোগীরা রানাকে হত্যা করে। রনিসহ খুনের সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চলছে।
গোয়েন্দা সূত্র জানায়, ফখরুল ও রনি মগবাজার এলাকার শীর্ষ সন্ত্রাসী। রনি পলাতক অপর শীর্ষ সন্ত্রাসী জিসানের সহযোগী। দীর্ঘদিন ভারতে পলাতক ছিল রনি। সম্প্রতি দেশে ফিরে অন্য পলাতক শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী পরিচয় দিয়ে চাঁদাবাজি করছে। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা ও চাঁদাবাজির অন্তত ১৫টি মামলা রয়েছে। আর ফখরুলের বিরুদ্ধে হত্যাসহ রাজধানীর রামপুরা, খিলগাঁও, শাহজাহানপুর, মতিঝিলসহ বিভিন্ন থানায় ৮টি মামলা রয়েছে। যুবলীগ নেতা মিল্কি হত্যা ও র্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধে জাহিদ সিদ্দিকী তারেক নিহত হওয়ার পর থেকে খালেদ ওরফে ল্যাংড়া খালেদের সহযোগী হিসেবে কাজ করে আসছে তারা।
প্রসঙ্গত, গত ২৩ জানুয়ারি রাজধানীর মগবাজারে মসজিদ গলিতে স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহাবুবুর রহমান রানাকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে।
শিরোনাম
- এআই ভিডিও দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট
- অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো ওয়েস্ট ইন্ডিজ
- শাহ আমানতে আমদানি নিষিদ্ধ ক্রিম ও সিগারেট জব্দ
- ইনস্টাগ্রামে যেভাবে করবেন মেসেজ শিডিউল
- ১২ হাজার নিম্ন আয়ের তরুণকে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণ দিবে পিকেএসএফ
- কবে মাঠে ফিরছেন জানালেন তামিম ইকবাল
- মানুষের নিরাপত্তা দিতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না : মির্জা ফখরুল
- চাঁদাবাজিতে অতিষ্ঠ দেশ
- ম্যানহোলে পড়ে নিখোঁজ জ্যোতির লাশ ৩৬ ঘণ্টা পর উদ্ধার
- উচ্চ শুল্কে টিকে থাকা কঠিন হবে
- দেশিবিদেশি শুল্কে দেশের ব্যবসাবাণিজ্যে মহাসংকট
- নিউইয়র্কে বন্দুক হামলায় বাংলাদেশিসহ নিহত ৪
- ফোন থেকে ওয়াই-ফাইয়ের পাসওয়ার্ড বের করার উপায়
- ইংল্যান্ডের ক্রিকেটারদের আচরণ পছন্দ হয়নি কুকের
- কোচিং ক্যারিয়ারে নতুন অধ্যায় শুরু পিরলোর
- ৪০ বছর পূর্তিতে কানাডা যাচ্ছে ‘ওয়ারফেজ’
- ক্ষুদ্র ব্যবসার অগ্রযাত্রায় ৫ বাধা
- ‘প্রমাণ ছাড়া পাকিস্তানকে দোষ দেবেন না’, বললেন ভারতের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৯ জুলাই)
- ডিএমপির শাহআলী থানায় নতুন ওসি
মগবাজারে রানা হত্যাকাণ্ড
অস্ত্রসহ দুই আসামি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর