রাজধানীর মগবাজারে স্বেচ্ছসেবক লীগ নেতা মাহাবুবুর রহমান রানা হত্যা মামলায় দুই আসামিকে অস্ত্রসহ গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা হলো কামরান (২০) ও সাদ্দাম (২০)। গত রবিবার মাদারীপুরের শিবচর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭ রাউন্ড গুলিসহ একটি পিস্তল জব্দ করা হয়। গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে কামরান শীর্ষ সন্ত্রাসী রনির নির্দেশে তার অন্য সহযোগীদের নিয়ে হত্যাকাণ্ডটি ঘটানোর কথা স্বীকার করে। এদিকে রানা হত্যা মামলার আসামি ও শীর্ষ সন্ত্রাসী রনিসহ ১০ সন্ত্রাসীকে খুঁজছে পুলিশ। পুলিশের তালিকায় অন্য সন্ত্রাসীরা হলোÑ কালা রিপন, কবির, সোহরাওয়ার্দী, অংকুর, কিসলু, পারভেজ, সজিব, ফখরুল এবং রনি (২)। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম জানান, স্বেচ্ছাসেবক লীগ নেতা রানা মগবাজারের ডিস ব্যবসার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলে ক্ষুব্ধ হয়ে ওঠে মগবাজারের পলাতক শীর্ষ সন্ত্রাসী রনি।
সে তার সহযোগীদের দিয়ে রানাকে হত্যার পরিকল্পনা করে। তিনি আরও জানান, গ্রেফতারকৃত কামরান ও সাদ্দাম হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। কেন হত্যা করা হয়েছে সে বিষয়েও তথ্য দিয়েছে। হত্যার সঙ্গে শীর্ষ সন্ত্রাসী রনিসহ তার সহযোগীরা জড়িত রয়েছে। ডিস ব্যবসা নিয়ে আধিপত্য বিস্তারের জের ধরেই শীর্ষ সন্ত্রাসী রনি ও তার সহযোগীরা রানাকে হত্যা করে। রনিসহ খুনের সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চলছে।
গোয়েন্দা সূত্র জানায়, ফখরুল ও রনি মগবাজার এলাকার শীর্ষ সন্ত্রাসী। রনি পলাতক অপর শীর্ষ সন্ত্রাসী জিসানের সহযোগী। দীর্ঘদিন ভারতে পলাতক ছিল রনি। সম্প্রতি দেশে ফিরে অন্য পলাতক শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী পরিচয় দিয়ে চাঁদাবাজি করছে। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা ও চাঁদাবাজির অন্তত ১৫টি মামলা রয়েছে। আর ফখরুলের বিরুদ্ধে হত্যাসহ রাজধানীর রামপুরা, খিলগাঁও, শাহজাহানপুর, মতিঝিলসহ বিভিন্ন থানায় ৮টি মামলা রয়েছে। যুবলীগ নেতা মিল্কি হত্যা ও র্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধে জাহিদ সিদ্দিকী তারেক নিহত হওয়ার পর থেকে খালেদ ওরফে ল্যাংড়া খালেদের সহযোগী হিসেবে কাজ করে আসছে তারা।
প্রসঙ্গত, গত ২৩ জানুয়ারি রাজধানীর মগবাজারে মসজিদ গলিতে স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহাবুবুর রহমান রানাকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে।
শিরোনাম
- মেট্রোরেল পুরোদমে চালু হচ্ছে দুপুরের আগেই
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১২৪৩ মামলা
- মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত কালামের দাফন সম্পন্ন
- রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
- বুয়েটে ভর্তি পরীক্ষা ১০ জানুয়ারি
- তিনদিন পরই বাতিল হয়ে যাবে অতিরিক্ত সিম
- ৩০ মিনিটের ব্যবধানে দক্ষিণ চীন সাগরে মার্কিন হেলিকপ্টার ও যুদ্ধবিমান বিধ্বস্ত
- জ্বালানি সংকটে মালিতে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
- গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘মোন্থায়’ পরিণত, কখন-কোথায় আঘাত হানতে পারে
- আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত, প্রকাশ হবে আজ
- ভারতে পালানোর সময় শামীম ওসমানের সহযোগী আজিজ গ্রেফতার
- শাহজালালে অগ্নিকাণ্ড তদন্তে সহায়তায় ঢাকায় তুরস্কের বিশেষজ্ঞ দল
- মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকো জিতল রিয়াল
- ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, গাড়িতে আগুন
- আবারও প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার ইঙ্গিত দিলেন কমলা হ্যারিস
- ২৫ দিনে রেমিট্যান্স এলো ২৫ হাজার কোটি টাকা
- সোমবার ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ : ইসি সচিব
- অবশেষে চীন-ভারত সরাসরি ফ্লাইট চালু
- মালয়েশিয়ায় ট্রাম্পবিরোধী বিক্ষোভ
মগবাজারে রানা হত্যাকাণ্ড
অস্ত্রসহ দুই আসামি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর