বুধবার, ১ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

মানুষ মানুষের জন্য কর্মসূচি জ্যাকবের

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

মানুষ মানুষের জন্য কর্মসূচি জ্যাকবের

ভোলার চরফ্যাশন-মনপুরায় করোনায় কর্মহীন দরিদ্র মানুষের কল্যাণে ‘মানুষ মানুষের জন্য’ কর্মসূচি চালু করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। চলমান এ কর্মসূচির আওতায় এমপি জ্যাকব ঘোষিত টাকা ভোলার চরফ্যাশন উপজেলায় ২০ লাখ ও মনপুরা উপজেলায় ৫ লাখ  টাকাসহ ২৫ লাখ টাকায় দরিদ্রদের খাবার সহায়তার সরকারের চলমান কর্মসূচির পাশাপাশি উপজেলা পরিষদ বাস্তবায়নে ‘মানুষ মানুষের জন্য’ কর্মসূচির কার্যক্রম চলবে। প্রাথমিক পর্যায়ে ২৫ লাখ টাকা অনুদানের মধ্যে চরফ্যাশন উপজেলা পরিষদের মাধ্যমে ২১টি ইউনিয়নে ১০০ করে ২ হাজার ১০০ পরিবারের জন্য ২০ লাখ এবং মনপুরা উপজেলায় ৮০০ পরিবারকে খাবার সামগ্রী প্রদানে ৫ লাখ টাকা ব্যয় হবে। চরফ্যাশন উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন ও মনপুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান সেলিনা চৌধুরী বলেন, ‘মানুষ মানুষের জন্য’ প্রাপ্ত তহবিলের টাকায় ইউনিয়ন পর্যায়ে তালিকাভুক্তি করে খাবার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছেন। আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেন, আমার নির্বাচনী এলাকায়  করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত ঘরবন্দী নি¤œ আয়ের মানুষের জন্য প্রাথমিকভাবে এ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। করোনাভাইরাস নির্মূল না হওয়া পর্যন্ত আমার সংসদীয় আসন ভোলার চরফ্যাশন-মনপুরায় কর্মহীন দরিদ্র মানুষের কল্যাণে আর্থিক সহায়তায় সরকারের পাশাপাশি আমার এ কর্মসূচি অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর