শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বিএনপির কর্মসূচি পুরনো গাড়ির মতো : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

বিএনপির কর্মসূচি পুরনো গাড়ির মতো : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, এখন বিএনপিকে শীতের পাখির মতো দেখা যাচ্ছে। আর কয়দিন বিরতি দিয়ে দিয়ে প্রোগ্রাম করে। গাড়ি যখন পুরনো হয়ে যায়, যখন ওইটা চলে না, তখন ওইটাকে কয়দিন পরপর স্টার্ট দিতে হয়। বিএনপিরও কয়দিন পরপর কর্মসূচি ওই পুরনো গাড়ির মতো চলে না। ওইটাকে মাঝে মধ্যে স্টার্ট দিতে হয়। তাদের মনে হয় দম ফুরিয়ে গেছে। এ জন্য গাড়ির যেমন দম ফুরিয়ে যায়, মানুষের যখন দম ফুরিয়ে যায়, সম্ভবত তাদের দম ফুরিয়ে গেছে। এ জন্য তারা নিরব পদযাত্রা করবে। তারা কর্মসূচি দিয়েছে। প্রধানমন্ত্রীর জনসভাকে সামনে রেখে ঐতিহাসিক মাদরাসা মাঠ পরিদর্শনে গিয়ে গণমাধ্যকর্মীদের এসব কথা বলেন তিনি। এ সময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন, কেন্দ্রীয় কমিটির সদস্য বেগম আখতার জাহান, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যেই বিভিন্ন জনসভায় ভোট চাওয়া শুরু করেছেন। আমরাও দলের কর্মী হিসেবে মানুষের কাছে ভোট চাইছি। আমরা সারা বছর মানুষের কাছে থাকি। আমরা শুধু এখন ভোট চাইছি তা নয়, আমরা গত ১৪ বছর মানুষের সঙ্গে থেকেছি, মানুষের খোঁজখবর রেখেছি।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর