শনিবার, ১৩ মে, ২০২৩ ০০:০০ টা

যোগ্যতা সত্ত্বেও নিবন্ধন না পাওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশনের নিবন্ধন চেয়ে আবেদন বাতিল হওয়া ‘বাংলাদেশ জাতীয় দল’ আদালতে যাবে। এই সিদ্ধান্তের কথা জানিয়ে দলটির চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা বলছেন, নিবন্ধন পেতে তারা ইসির সব শর্তই পূরণ করেছিল। যোগ্যতা থাকা সত্ত্বেও তাদের আবেদন বাতিল করা হয়েছে। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সৈয়দ এহসানুল হুদা বলেন, ‘দলের নিবন্ধন পাওয়ার তিনটি শর্তের মধ্যে দ্বিতীয় শর্ত (আ) ধারা অনুযায়ী আবেদন করি। যে শর্তের মধ্যে উল্লেখ আছে যে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে দরখাস্ত দাখিল করার তারিখ পর্যন্ত সময়ের মধ্যে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে যে কোনো একটিতে দরখাস্তকারী দল কর্তৃক নির্বাচনে অংশগ্রহণকৃত নির্বাচিত এলাকায় প্রদত্ত মোট ভোট সংখ্যার শতকরা পাঁচ ভাগ ভোট লাভের সমর্থনে কমিশন কর্তৃক ইস্যুকৃত প্রত্যয়নপত্র দিতে হবে। সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয় দলের মহাসচিব রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান শামসুল আহাদ, সারোয়ার আলম, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট লুৎফুল হাবিব লিটন প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।

জিয়াউল হক জিয়া ও প্রচার সম্পাদক বেলায়েত হোসেন শামীমসহ দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর