হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, ভারতে বসে বাংলাদেশের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ করলে আমাদের দেশে ভারতীয় হাইকমিশন থাকতে পারবে না। গতকাল বিকালে ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্তমঞ্চে হেফাজতে ইসলামের জেলা শাখা আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের মাধ্যমে অন্তর্বর্তী সরকার ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, নরেন্দ্র মোদির ঘরে বসে শেখ হাসিনা বিভিন্ন সামাজিক মাধ্যমে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য উসকানি দিচ্ছেন।
হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির মুফতি মুবারকুল্লাহর সভাপতিত্বে এবং মাওলানা জুনায়েদ কাসেমীর সঞ্চালনায় বক্তব্য দেন মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, যুগ্ম-মহাসচিব জুনায়েদ আল হাবিব, মাওলানা আজিজুল হক ইসলামবাদী, মাওলানা আতাউল্লাহ আমীন ও মাওলানা খালেদ সাইফুল্লাহ আয়ুবী, সহকারী মহাসচিব মাওলানা সাখাওয়াত হুসেন রাজী প্রমুখ।