খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) উপাচার্য, খুবির উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রার, পাঁচটি হলের প্রভোস্ট পদত্যাগ করেছেন। জনসংযোগ পরিচালকসহ দপ্তর বদল হয়েছে ১৩ জনের। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ পদত্যাগ করেছেন ২০ জন। শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মতিহার হল ও শেরেবাংলা এ কে ফজলুল হক হলের প্রাধ্যক্ষসহ ১০ আবাসিক শিক্ষক পদত্যাগ করেছেন। পদত্যাগ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-
খুলনা : খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন পদত্যাগ করেছেন। গতকাল খুবি চ্যান্সেলরের সচিব ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব বরাবর পদত্যাগপত্রে ‘ব্যক্তিগত কারণ’ উল্লেখ করেন। এর আগে তিনি শিক্ষার্থীদের সঙ্গে পদত্যাগের সিদ্ধান্তের বিষয় নিয়ে আলোচনা করেন। এ ছাড়া পদত্যাগ করেছেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর খান গোলাম কুদ্দুস, বিশ্ববিদ্যালয়ের ৫টি হলের প্রভোস্ট, সিন্ডিকেটের দুই সদস্য, শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক, আইকিউএসির পরিচালক ও অতিরিক্ত পরিচালকবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের অধিকতর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরিচালক।
বরিশাল : বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরসহ ২০ জন পদত্যাগ করেছেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম জানিয়েছেন, ভিসি মহোদয় সচিব বরাবর পদত্যাগপত্র দিয়েছেন। এ ছাড়া প্রক্টরসহ ১৯ জন পদত্যাগ করেছেন।
নোয়াখালী : সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য ড. দিদারুল আলম পদত্যাগ করেছেন। মেইলের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর তিনি পদত্যাগপত্র পাঠান বলে জানা যায়।
রাজশাহী বিশ্ববিদ্যালয় : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মতিহার হলের ও শেরেবাংলা এ কে ফজলুল হক হলের প্রাধ্যক্ষসহ ১০ আবাসিক শিক্ষক পদত্যাগ করেছেন। তারা হলেন- শেরেবাংলা হলের আবাসিক শিক্ষক ড. শাহ মোখতার আহমেদ, শানজিদ রহমান, ড. শাহান শাহরিয়ার, ড. আশরাফুল ইসলাম এবং মতিহার হলের ড. রেজাউল হক, ড. রবিউল হক, সুবেন কুমার, দিলীপ কুমার। এর আগে, গত ৮ আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ বিভিন্ন দপ্তরের প্রশাসক ও ১০ হলের প্রাধ্যক্ষসহ ৭৮ জন পদত্যাগ করেছেন।
কুমিল্লা : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন ও উপ-উপাচার্য অধ্যাপক ড. হুমায়ুন কবিরকে অবাঞ্ছিত ঘোষণা করে পদত্যাগের জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। নির্দিষ্ট সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন পদত্যাগ করলেও শিক্ষার্থীদের দাবি উপেক্ষা করে এখনো পদে বহাল আছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির। তার পদত্যাগ না করার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান।
ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের তোপের মুখে অধ্যক্ষের পদত্যাগ : ঠাকুরগাঁও পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ভবেশ চন্দ্র রায়ের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর পরপরই শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করেন প্রধান শিক্ষক।