সরকারি এবং কূটনীতিক পাসপোর্টে পারস্পরিক ভিসা অব্যাহতি সুবিধা পেতে পাকিস্তানের সঙ্গে চুক্তির অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এর ফলে দুই দেশের অফিশিয়াল পাসপোর্ট এবং কূটনীতিক পাসপোর্টধারীরা বিনা ভিসায় পাকিস্তান ও বাংলাদেশ সফর করতে পারবেন। গতকাল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। এ সময় প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ উপস্থিত ছিলেন। প্রেস সচিব বলেন, ‘পাকিস্তানের মতো এরকম চুক্তি আমরা আরও ৩১টি দেশের সঙ্গে করেছি। এটা একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস।’
এদিকে রোহিঙ্গা সংকট আন্তর্জাতিক ফোরামে তুলে ধরতে ২৪ থেকে ২৬ আগস্ট কক্সবাজারে বড় পরিসরে রোহিঙ্গা সম্মেলনের আয়োজন করা হচ্ছে জানিয়ে শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ২৫ আগস্ট সম্মেলনে যোগ দেবেন। কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা সম্মেলনে অংশগ্রহণকারী আন্তর্জাতিক সংগঠন ও বিদেশি প্রতিনিধিদের কাছে তাদের সমস্যা, তাদের আশা-আকাঙ্ক্ষা এবং স্বপ্নগুলোকে তুলে ধরার সুযোগ পাবেন। এই সম্মেলনে রোহিঙ্গা প্রতিনিধি, ৪০টি দেশের প্রতিনিধি, ঢাকায় অবস্থিত কূটনীতিক এবং জাতিসংঘের সংস্থাগুলোর প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। এই সম্মেলন আয়োজনের প্রধান উদ্দেশ্য বিশ্ব সম্প্রদায়ের কাছে রোহিঙ্গা সংকট তুলে ধরা। তিন দিনের এই সম্মেলনে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও তহবিলের জন্য একটি বিস্তৃত রোডম্যাপের বিষয়গুলো তুলে ধরা হবে।