বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, বাংলাদেশে আবার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। সে নির্বাচনে বিএনপি তথা ধানের শীষের প্রার্থীরা বিজয়ী হয়ে আবার রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। কোনো চক্রান্ত, ষড়যন্ত্র, ভয়ভীতি, হুমকি বা অজুহাত দিয়ে এ নির্বাচনকে পণ্ড করা যাবে না। গতকাল বিকালে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বিকালে নরসিংদী জেলা বিএনপির উদ্যোগে বিএনপির চিনিশপুর কার্যালয় প্রাঙ্গণ থেকে এক র্যালি বের হয়। র্যালিতে জেলা-উপজেলা বিএনপি, জেলা যুবদল, জেলা ছাত্রদলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।