আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) কনভেনশন ও শ্রম সংস্কার কমিশনের আলোকে শ্রম আইন সংশোধন করে প্রজ্ঞাপন জারি, স্থায়ী মজুরি কমিশন গঠন এবং শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাসহ সাত দফা দাবিতে শ্রম উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। গতকাল সংগঠনটির চার সদস্যের প্রতিনিধিদল সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দপ্তরে স্মারকলিপি জমা দেন।
এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে সংগঠনটি। স্কপের যুগ্ম সমন্বয়ক আবদুল কাদের হাওলাদারের সভাপতিত্বে ও আহসান হাবিব বুলবুলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন মেজবাহ উদ্দিন আহমেদ, আনোয়ার হোসেন, রাজেকুজ্জামান রতন, চৌধুরী আশিকুল আলম, সাইফুজ্জামান বাদশা, শামীম আরা প্রমুখ।