যশোর বোর্ডে এ বছর পাসের হার ৫০.২০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৯৯৫ জন। গত বছরের তুলনায় এ বছর পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কমেছে। গত বছর পাসের হার ছিল ৬৪.২৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিলেন ৯ হাজার ৭৪৯ জন।
জানা যায়, শিক্ষার্থীরা ইংরেজি পরীক্ষায় খারাপ করায় পাসের হারে ধস নেমেছে। শুধু ইংরেজিতে এ বছর ৪৮.১৮ শতাংশ শিক্ষার্থী ফেল করেছেন।
অন্য বিষয়গুলোতে পাসের হার ৮০ ও ৯০-এর ঘরে থাকলেও ইংরেজিতে পাস করেছেন ৫৪.৮২ শতাংশ শিক্ষার্থী।
যশোর শিক্ষা বোর্ডের তথ্যানুযায়ী, এ বছর এইচএসসি পরীক্ষায় ১ লাখ ১২ হাজার ৫৭৪ জন পরীক্ষার্থী অংশ নেন। পাস করেছেন ৫৬ হাজার ৫০৯ জন। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে বিজ্ঞান বিভাগে ছেলে ১ হাজার ৭৭২ ও মেয়ে ১ হাজার ৬০৯, মানবিক বিভাগে ছেলে ৫৪৪ জন ও মেয়ে ১ হাজার ৬৩৫ এবং বাণিজ্য বিভাগে ছেলে ১৬৪ জন ও মেয়ে ২৭১ জন।