আগামী ২৪ ঘণ্টার মধ্যে করোনাভাইরাস আক্রান্ত দেশ থেকে আগত সকল প্রবাসীকে খুঁজে বের করতে এবং তারা কোথায় আছেন, কি করছে সবকিছুই সংশ্লিষ্টদের জানাতে বলেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান।
শনিবার সকালে করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান বলেন, জনপ্রতিনিধিদের নিজ নিজ এলাকায় অবস্থান করতে হবে। সরকারের সংশ্লিষ্ট বিভাগে এ সংক্রান্ত সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। তাদেরকে এলাকায় অবস্থান করে করোনাভাইরাস সংক্রান্ত সকল কাজে সহযেগিতা করতে হবে। যে সকল জনপ্রতিনিধি এলাকায় অবস্থান করবেন না তাদের ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন তিনি।
সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ইচ্ছামত কাজ করা যাবে না। বৃহস্পতিবার এলেই ঢাকা যাওয়া ত্যাগ করুণ। বাজার কর্মকর্তা বাজারে থাকেন না, এটা মেনে নেয়া যায় না। কেউ অপ্রত্যাশিত আচরণ করলে তাকে ছাড় দেয়া হবে না। সরকার করোনা প্রতিরোধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে। কারো দায়িত্বে অবহেলা সহ্য করা হবে না। জনসমাগম হয় এমন স্থান বন্ধ করে দেয়া হবে। সরকারের প্রতিটি বিভাগকে চূড়ান্ত সমন্বয়ের মধ্যে রাখতে হবে।
জেলা প্রশাসক আরও বলেন, কতিপয় ব্যবসায়ী আতঙ্ক সৃষ্টি করে দ্রব্যমূল্য বৃদ্ধি করেছে, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
র্যাব ১৪ এর কমান্ডার রাফি উদ্দিন মোহাম্মদ যোবায়ের বলেন, দ্রব্য মূল্যের নিয়ন্ত্রণ না করলে মুনাফাখোর ব্যাবসায়ীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হবে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার বলেন, আত্ঙ্ক সৃষ্টি না করে সচেতনতার মাধ্যমে করোনা মোকাবেলা করা হবে।
পুলিশ সুপার মো. আনিসুর রহমান বলেন, দ্রব্যমূল্যের ঊর্দ্ধগতি রোধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম