২৮ জানুয়ারি, ২০২৪ ১৪:১৪

করোনার নতুন ভ্যারিয়েন্ট দ্রুত ছড়ায়, তবে প্রাণহানির শঙ্কা কম

অনলাইন ডেস্ক

করোনার নতুন ভ্যারিয়েন্ট দ্রুত ছড়ায়, তবে প্রাণহানির শঙ্কা কম

ফাইল ছবি

করোনার নতুন যে ভ্যারিয়েন্ট আবিষ্কৃত হয়েছে তা খুব দ্রুত ছড়ায়, তবে এতে প্রাণহানির শঙ্কা কম বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

আজ রবিবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এ সময় তার পাশে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

এ সময় আয়ানের তদন্ত রিপোর্ট নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, রিপোর্ট হাইকোর্টে জমা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এখনই কিছু বললে কনটেম্পট অব কোর্ট হয়ে যায় যাবে। তাই এখনই কিছু বলতে চাইছি না।

রিপোর্টে যে সুপারিশ করা হয়েছে সেই সাথে উচ্চ আদালতের রায় মিলিয়ে ব্যবস্থা করা হবে জানান মন্ত্রী। তিনি আরও বলেন, কোন হাসপাতাল অবৈধ ও লাইসেন্স ছাড়া কাজ করলে তাদের কার্যক্রম বন্ধ করা হবে।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

সর্বশেষ খবর