করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ব্রিটেনের এসেক্স এবং হার্ডফোর্ডশায়ারের কিছু অংশসহ লন্ডনে ১৬ ডিসেম্বর থেকে আরোপিত হয়েছে করোনার সর্বোচ্চ বিধি নিষেধ 'টিয়ার থ্রি'। সোমবার ব্রিটেন সময় সন্ধ্যায় হেলথ সেক্রেটারি ম্যাট হ্যানকক এক প্রেস ব্রিফিংয়ে এই বিধি নিষেধের কথা জানান।
টিয়ার থ্রি’র আওতায় মূলত পরিবারের সদস্য নয় এমন ৬ জন ঘরের ভিতরে, প্রাইভেট গার্ডেনে, আটডোর ভেন্যুতে মিলিত হতে পারবে না। তবে বাইরের খোলা জায়গায় যেমন পার্কে, সমুদ্র সৈকতে একত্রিত হতে পারবেন।
দোকান পাট, জিম, ব্যক্তিগত কেয়ার সার্ভিস, সেলুন খোলা থাকবে। তবে বর, পাব, ক্যাফে এবং রেস্টুরেন্ট সার্ভিস বন্ধ থাকবে। শুধু টেকওয়ে সার্ভিস দেয়া যাবে। খেলাধুলা সমর্থকদের থাকতে নিষেধ করা হয়েছে। অভ্যন্তরীণ ভেন্যু থিয়েটার বন্ধ থাকবে।
জনসাধারণকে টিয়ার থ্রি এলাকায় ভ্রমণে আসতে না আসতে অনুরোধ করা হয়েছে। লন্ডনে গত এক সপ্তাহে প্রায় ২৪ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। নতুন বিধিনিষেধের আওতায় আসবেন ইংল্যান্ডের ৬০ শতাংশের বেশি অর্থাৎ প্রায় ৩৪ মিলিয়ন মানুষ।
বিডি প্রতিদিন/ফারজানা