ভারতে ২০২১ সালের জানুয়ারিতে করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা দেওয়া শুরু হতে পারে। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য কর্মকর্তারা বিবিসিকে এ তথ্য জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে কয়েকটি টিকা জরুরি ব্যবহারের জন্য অনুমোদন পেতে পারে।
দুটি কোম্পানি তাদের টিকা অনুমোদনের জন্য ইতিমধ্যে আবেদন করেছে। আরও ছয়টি সম্ভাব্য টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের বিভিন্ন পর্যায়ে আছে।
আগামী বছরের আগস্টের পর্যন্ত ভারতের ৩০০ মিলিয়ন মানুষকে করোনার টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শুরুতে দেওয়া হবে এক কোটি স্বাস্থ্যকর্মীকে। এরপরে পুলিশ ও সেনা সদস্য, পৌরসভা ও সম্মুখসারির কর্মীদের দেওয়া হবে। এরপর পঞ্চাশোর্ধ্ব ব্যক্তি, যাদের স্বাস্থ্যজনিত জটিলতা ও কো-মরবিডিটিজ আছে, তাদের দেওয়া হবে।
ভারতে করোনা শনাক্তের সংখ্যা প্রায় ১ কোটির কাছাকাছি। এর মধ্যে ১ লাখ ৪৪ হাজারের বেশি মানুষ মারা গেছেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ