এক বছরেরও বেশি ধরে করোনার তাণ্ডব চলছে পুরো বিশ্বে। সারাবিশ্বে এখন করোনায় আক্রান্তের সংখ্যা ৯ কোটি ছাড়িয়ে গেছে। আর মৃতের সংখ্যা ১৯ লাখ ছাড়িয়েছে।
ওয়ার্ল্ডোমিটারস'র রবিবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত অনুযায়ী বলছে, বিশ্বে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা ৯ কোটি ৭৭ হাজার ৪৪৬ জন হয়েছে। এতে মোট মারা গেছেন ১৯ লাখ ৩৪ হাজার ৮১৩ জন।
বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ২৬ লাখ ৯৯ হাজার ৯৩৮ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৩ লাখ ৮১ হাজার ৪৮০ জন।
ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের দ্বিতীয় স্থানে। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৪ লাখ ৫১ হাজার ৩৪৬ জনে দাঁড়িয়েছে। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৫১ হাজার ৪৮ জন।
তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮০ লাখ ৭৫ হাজার ৯৯৮ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ২ হাজার ৬৫৭ জন।
২০১৯ সালের ৩১ ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চীনে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। তবে তার ঘোষণা আসে সেবছরের ১১ জানুয়ারি। আর ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে বিভিন্ন দেশে করোনা ছড়িয়ে পড়ে।
বাংলাদেশে প্রথম করোনায় আক্রান্ত হিসেবে রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। আর দেশে প্রথম কোনো করোনা রোগী মারা যায় গত বছরের ১৮ মার্চ।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ