বাংলাদেশের শিল্প, বাণিজ্য, জাতীয় অর্থনীতি, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং প্রাতিষ্ঠানিক ও সামাজিক দায়বদ্ধতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশের ‘বেস্ট এমপ্লয়ার ব্র্যান্ড অ্যাওয়ার্ড-২০১৯' এবং 'বাংলাদেশ সিএসআর লিডারশিপ অ্যাওয়ার্ড-২০১৯' শিরোনামে দুটি আন্তর্জাতিক সন্মাননা অর্জন করেছে লাবিব গ্রুপ।
লাবিব গ্রুপকে আন্তর্জাতিক সন্মাননা দুটি প্রদান করেছে ভারতের এমপ্লয়ার ব্র্যান্ডিং ইনস্টিটিউট। গতকাল রবিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এই সন্মাননা গ্রহণ করেন লাবিব গ্রুপের ভাইস-চেয়ারম্যান মিসেস সুলতানা জাহান। এ সময় তিনি বলেন, ‘এ ধরনের অ্যাওয়ার্ড প্রাপ্তি আমাদের জন্য আনন্দের। আয়োজকসহ সবাইকে অনেক ধন্যবাদ। লাবিব গ্রুপ দেশ ও মানুষের জন্য কাজ করে যাচ্ছে। আগামীতেও করবে ইনশাল্লাহ।’
বিডি-প্রতিদিন/শফিক