বাংলাদেশের শিল্প ও আর্থিক খাতে বড় অগ্রগতি হিসেবে বিদেশি বিনিয়োগ আনতে যাচ্ছে 'দেশবন্ধু' গ্রুপ। যার মাধ্যমে গ্রুপটি ব্যাংক ঋণ পুনর্গঠনও করবে। সরাসরি বৈদেশিক বিনিয়োগের এই এফডিআই জাতীয় অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রথম পর্যায়ের এই বিনিয়োগ আসছে বিশ্ব বিখ্যাত বিনিয়োগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান বেকার টিলি জেএফসি গ্রুপের (Baker Tilly JFC Group) ব্যবস্থাপনায় আমেরিকার বিনিয়োগকারীদের পক্ষ থেকে। বিটি জেএফসি গ্রুপ (Baker Tilly JFC Group) ইতোমধ্যে দেশবন্ধু গ্রুপের সঙ্গে যৌথ চুক্তির আওতায় এক বিলিয়ন ইউরোর বেশি দীর্ঘমেয়াদি অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে।
এই অর্থায়নের প্রথম ধাপে দেশের বিভিন্ন ব্যাংকের কাছে থাকা বাংলাদেশ ব্যাংকের ওয়ান-টাইম এক্সিট পলিসি অনুযায়ী দেশবন্ধু গ্রুপের ঋণ পুনর্গঠন করা হবে। চুক্তির আওতায়, বেকার টিলি জেএফসি গ্রুপ (Baker Tilly JFC Group) সুদ ও জরিমানা বাদে কেবলমাত্র বিদ্যমান ঋণগুলোই ছাড়প্রাপ্ত মূলধনের ভিত্তিতে পরিশোধের ব্যবস্থা করবে। এই পদক্ষেপ দেশবন্ধু গ্রুপের ওপর বিদ্যমান উচ্চ সুদের বোঝা হ্রাস করবে।
বিটি জেএফসি গ্রুপের (Baker Tilly JFC Group) একজন সিনিয়র কর্মকর্তা বলেন, ‘বাংলাদেশের শীর্ষ সারির শিল্পপ্রতিষ্ঠান দেশবন্ধু গ্রুপের শক্তিশালী ভিত্তি রয়েছে। ফলে বেকার টিলি জেএফসি গ্রুপের ব্যবস্থাপনায় এই বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের সক্ষমতাকে আরো বাড়াবে এবং বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা কয়েকগুণ বৃদ্ধি পাবে। বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় ৩০ জুন ২০২৫ পর্যন্ত হিসাব অনুযায়ী ঋণের পরিমাণ (মূলধন ও সুদ আলাদা করে) যাচাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এ ব্যাপারে গত ১৬ জুন সোমবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর একটি চিঠি পাঠিয়েছে বিশ্ব বিখ্যাত বিনিয়োগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান বেকার টিলি জেএফসি গ্রুপ।
চিঠিতে বেকার টিলি জেএফসি গ্রুপ বাংলাদেশ ব্যাংকের গর্ভনরের কাছে অনুরোধ করে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর সঙ্গে সমন্বয় করে আগামী ৩০ জুন ২০২৫ তারিখ পর্যন্ত দেশবন্ধু গ্রুপের মূল ঋণ এবং সুদের পরিমাণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন। যেন তারা ঋণ অধিগ্রহণ শুরু করতে পারেন। দেশবন্ধু গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও এম এ বশির আহমেদ চুক্তির প্রক্রিয়া তদারকি করবেন।
বিডি প্রতিদিন/মুসা