শিরোনাম
রবিবার, ৩১ মে, ২০২০ ০০:০০ টা

বিষাক্ত কেমিক্যালে পাকছে কলা, হুমকিতে জনস্বাস্থ্য

ফারুক আল শারাহ, লাকসাম (কুমিল্লা)

বিষাক্ত কেমিক্যালে পাকছে কলা, হুমকিতে জনস্বাস্থ্য

কুমিল্লার লাকসামের হাট-বাজারে বিষাক্ত কেমিক্যাল দিয়ে পাকানো হচ্ছে কলা। কেমিক্যাল মিশ্রিত এ কলার স্বাদ যেমন নষ্ট হচ্ছে, তেমনি হুমকিতে পড়ছে জনস্বাস্থ্য। অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় দিন দিন বেপরোয়া হয়ে উঠছে তারা। জানা যায়, লাকসামের দৌলতগঞ্জ, জংশন, মুদাফরগঞ্জ, বিজরা, চিতোষী, নরপাটি, ইছাপুরাসহ বিভিন্ন হাট-বাজারে আড়তদাররা দ্রুত কলা পাকাতে কার্বাইড জাতীয় রাসায়নিক মেশাচ্ছেন। এতে কলার রং ১২ ঘণ্টার মধ্যে হলুদ ও আকর্ষণীয় হয়ে ওঠে। এ অঞ্চলে কলার প্রচুর চাহিদার সুযোগকে কাজে লাগিয়ে অসাধু ব্যবসায়ীরা ভোক্তাদের সঙ্গে এমন প্রতারণা করছেন। উপজেলার হাট-বাজারে যেসব কলা বিক্রি হচ্ছে তার ৯০ শতাংশই বিষাক্ত কেমিক্যাল দিয়ে পাকানো হয় বলেও অভিযোগ আছে। লাকসাম-মনোহরগঞ্জ পেশাজীবী পরিষদের সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হৃদরোগ বিভাগের মেডিকেল অফিসার ডা. রাজীব কুমার সাহা বলেন, বিষাক্ত কেমিক্যালে মেশানো কলা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কেউ এ কলা খেলে সঙ্গে সঙ্গে বমিভাব ও ডায়রিয়া হওয়ার আশঙ্কা থাকে। কেমিক্যাল মিশ্রিত কোনো খাদ্য গ্রহণ করলে তার প্রভাব পরে লিভার ও কিডনির ওপর।

সর্বশেষ খবর