কুমিল্লার দাউদকান্দি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলামের বিরুদ্ধে দুদকের দুর্নীতির মামলা চলমান রয়েছে। তার বিরুদ্ধে পুনরায় উঠেছে অনিয়ম, দুর্নীতি ও কমিশন বাণিজ্যের অভিযোগ। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, অনিয়ম-দুর্নীতির উঠা অভিযোগ সঠিক নয়। দুদকের মামলার বিষয়ে তিনি বলেন, আগের একটি মামলা চলমান রয়েছে। এ বিষয় নিয়ে কথা বলতে চাই না। সূত্র জানায়, দাউদকান্দি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের ২০০ প্রকল্পের প্রতিটি থেকে ১৫-২০ শতাংশ পর্যন্ত কমিশন (ঘুষ) নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
এর আগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া-কোটালীপাড়া উপজেলার দায়িত্বে ছিলেন তিনি। সেখানে তার বিরুদ্ধে জেলা দুর্নীতি দমন কমিশন-দুদক কার্যালয়ের উপপরিচালক আল-আমিন হোসেন বাদী হয়ে দুর্নীতি মামলা করেন।