কলাপাড়ায় মাছ ধরা ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিন জেলে দগ্ধ হয়েছেন। গতকাল উপজেলার মহিপুরের খাপড়াভাঙ্গা নদীর আড়ত ঘাটে ফারুক মাঝির ট্রলারে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন জহির হোসেন (৫৫), শহিদুল (৩০) ও সাইফুল ইসলাম (৩০)। জহিরের অবস্থা আশঙ্কাজনক। তার শরীরের প্রায় ৫৫ শতাংশ পুড়ে গেছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে যান। উন্নত চিকিৎসার জন্য জহিরকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।
ফারুক মাঝি বলেন, ‘রান্না করার সময় হঠাৎ বিকট শব্দ হয়। এ সময় ট্রলারের পেছনে আগুন দেখতে পাই। ট্রলারের বেশি ক্ষয়ক্ষতি না হলেও আমাদের তিন জেলে দগ্ধ হয়েছেন। এর মধ্যে জহিরের অবস্থা বেশি গুরুতর।’
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা শংকর প্রসাদ অধিকারী জানান, অগ্নিদগ্ধ রোগীর শরীরের ৫৫ শতাংশ পুড়ে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশালে পাঠানো হয়েছে।