চুয়াডাঙ্গায় সাপের কামড়ে এক বাকপ্রতিবন্ধীসহ দুই কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়। তারা হলো- সদর উপজেলার ডিঙ্গেদহ গ্রামের জয়দেব পালের ছেলে দেবাশীষ পাল (১২) ও ভুলটিয়া গ্রামের ফুল মিয়ার ছেলে বাকপ্রতিবন্ধী রাজন হোসেন (১৬)। বুধবার রাতে ঘুমের মধ্যে তাদের বিষধর সাপে কামড়ায়।
নিকটজনরা জানান, সাপে কামড়ানোর পর তাদের ওঝার কাছে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তারা নেতিয়ে পড়ে। পরে তাদের হাসপাতালে নেওয়া হয়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাজমুস সাকিব বলেন, সাপে কামড়ানোর পর অনেক দেরিতে তাদের হাসপাতালে আনা হয়।
জানা গেছে, দেবাশীষ পাল বুধবার রাতে ঘরে ঘুমিয়ে ছিল। রাত আড়াইটার দিকে তার হাতে কামড় দেয় একটি বিষধর সাপ। তাকে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। একই রাতে ভুলটিয়া গ্রামের ফুল মিয়ার একমাত্র সন্তান বাকপ্রতিবন্ধী রাজন হোসেনও ঘরে ঘুমিয়ে ছিল। রাত ৩টার দিকে একটি বিষধর সাপ তার নাকে কামড় দেয়। সদর হাসপাতালে সে মারা যায়।