পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে দুই ছাত্রসহ তিনজন নিহতের ঘটনায় করা মামলায় এজাহারভুক্ত আরেক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গণমাধ্যমের কাছে গতকাল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়। এ দিন ভোররাতে সদরের নলদাহ এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাকে। গ্রেপ্তারকৃত ব্যক্তি আওয়ামী লীগ নেতা আবু সাঈদ খানের অন্যতম সহযোগী সোহেল খান। র্যাব-১২ পাবনা ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান জানান, জিজ্ঞাসাবাদে সোহেল খান হত্যাকান্ডে অংশ নেওয়ার কথা স্বীকার করেছেন। জড়িত অন্যদের সম্পর্কেও চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। তাদের ধরতে অভিযান চলছে। তদন্তের স্বার্থে তিনি বিস্তারিত বলেননি।