লালমনিরহাটে একটি হত্যা মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদন্ড দেওয়া হয়। এ মামলায় অভিযুক্ত বাকি তিনজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। গতকাল লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় দেন। দ প্রাপ্তরা হলেন- লালমনিরহাট সদর উপজেলার কিসামত বিদ্যাবাগিশ এলাকার আনসার আলী মেম্বার (৬০) ও আবদুল মজিদ ওরফে উড়ি মজিদ (৫০)।
আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালে সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের বিদ্যাবাগিস গ্রামে জমি-সংক্রান্ত বিরোধের জেরে স্বপন রায়কে হত্যা করে লাশ ফেলে আসামিরা পালিয়ে যায়।
এ ঘটনায় নিহতের ভাই গোবিন্দ রায় লালমনিরহাট সদর থানায় একটি হত্যা মামলা করেন। লালমনিরহাট জেলা আদালতের পিপি আকমল হোসেন রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।