দায়িত্ব গ্রহণের পাঁচ দিনের মাথায় পদত্যাগ করলেন পাবিপ্রবি প্রক্টর ড. মাসুদ রানা এবং ছাত্র উপদেষ্টা ড. ইমরান হোসেন। গতকাল বেলা ১২টার দিকে তারা পদত্যাগ করেছেন জানা গেছে। এ দিন ভোরে ক্যাম্পাসের বাসভবন থেকে ভিসি ড. হাফিজা খাতুন গেছেন ঢাকায়। তিনিও পদত্যাগ করতে পারেন আলোচনায় রয়েছে। এর আগে গত ১২ আগস্ট বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি এস এম মোস্তফা কামাল এবং কোষাধ্যক্ষ কে এম সালাউদ্দিন পদত্যাগ করেন। তারা শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে কপি পাঠান। কয়েকদিন আগে রিজেন্ট বোর্ড সভায় বিশ্ববিদ্যালয়ে ছাত্র ও শিক্ষক রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত নেয় পাবিপ্রবি কর্তৃপক্ষ।