দুপচাঁচিয়া উপজেলার সান্তাহারে যুবদল অফিসে সোমবার রাতে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রাত সাড়ে ১০টার দিকে দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের চায়নার মোড়ে অবস্থিত যুবদল অফিসে ভাঙচুর চালায়। তারা পাঁচটি ককটেল ছুড়লে সেগুলো বিস্ফোরিত হয়। দুর্বৃত্তরা এরপর পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে অফিসের সব জিনিসপত্র পুড়ে যায়। এ হামলার প্রতিবাদে গতকাল দুপুরে বিক্ষোভ মিছিল ও সভা করেছে যুবদল। মিছিলটি সান্তাহার পৌর যুবদলের কার্যালয় থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর অনুষ্ঠিত প্রতিবাদ সভায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানিয়ে বক্তব্য রাখেন এস এম আখতারুজ্জামান মিঠু, ফিরোজ মো. কামরুল হাসান, মাহফুজুল হক টিকন ও মাহাফুজুর রহমান লিটন প্রমুখ।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।