বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহত এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য বগুড়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল করা হয়েছে। গতকাল দুপুরে বগুড়া প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিক ইউনিয়ন বগুড়া এই অনুষ্ঠানের আয়োজন করে। সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। বক্তৃতা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, বগুড়া প্রেস ক্লাবের আহ্বায়ক ওয়াসিকুর রহমান বেচান, সদস্য সচিব সবুর শাহ লোটাস, পৌরসভার কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ, বগুড়া শহর জামায়াতের আমির আবিদুর রহমান সোহেল, সেক্রেটারি অধ্যক্ষ আবদুল মালেক, সাংবাদিক রেজাউল হাসান রানু, মীর সাজ্জাদ আলী সন্তোষ, মতিউল ইসলাম সাদী, এফ শাজাহান, আবুল কালাম আজাদ, আবদুস সাত্তার, আবদুল ওয়াদুদ, সাইফুল ইসলাম, শামীম আহম্মেদ, ফেরদৌস রহমান, মাহফুজ মন্ডল, প্রতীক ওমর প্রমুখ। আলোচনা সভা শেষে ছাত্র-জনতার আন্দোলনে হতাহত ও বন্যায় ক্ষতিগ্রস্তদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়।