লক্ষ্মীপুরে মেঘনা, মাদারীপুরে কুমার, পটুয়াখালীতে আলোকী ও গাজীপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে গতকাল ভাসমান অবস্থায় চারজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রতিনিধিদের পাঠানো খবর- লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় মেঘনা নদীতে ভেসে আসা অজ্ঞাত পরিচয় যুবকের অর্ধগলিত লাশ গতকাল উদ্ধার করা হয়েছে। তার আনুমানিক বয়স ৩৫ বছর। শরীরে কোনো কাপড় ছিল না। ধারণা করা হচ্ছে প্রায় ১৫ দিন আগে তিনি মারা গেছেন। রামগতির বড়খেরী নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক ফেরদৌস আহম্মেদ বলেন, নদীর তীরে স্থানীয়রা লাশ দেখে আমাদের জানান। পুলিশ লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়। ফেরদৌস আহম্মেদ বলেন, নদীর স্রোতের সঙ্গে ভেসে আসে লাশটি। পুরো শরীরের চামড়া উঠে গেছে। চেনার কোনো উপায় নেই। আঙুলের ছাপ নেওয়াও সম্ভব হয়নি। মাদারীপুর : মাদারীপুরে কুমার নদ থেকে মধ্যবয়সি অজ্ঞাত এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে রাজৈরের উপজেলার কালিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, কুমার নদের রাজৈরের উপজেলার কালিবাড়ি বাজারের পাশে বিকালে লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে খবর দেওয়া হয় কবিরাজপুর নৌফাঁড়ি পুলিশকে। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য পাঠানো হয় জেলা সদর হাসপাতালে। মাদারীপুরের রাজৈর থানার পরিদর্শক সঞ্জয় কুমার ঘোষ জানান, ওই যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পটুয়াখালী : পটুয়াখালীর বাউফল উপজেলার আলোকী নদী থেকে ভাসমান অবস্থায় আবদুর রাজ্জাক খলিফা (৭০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে নৌপুলিশ। নদীর কালাইয়া লঞ্চঘাট পয়েন্ট থেকে গতকাল বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়। রাজ্জাক বাউফলের খাজুরবাড়িয়া গ্রামের তোজম্বর খলিফার ছেলে। নিহতের ছেলে জাহাঙ্গীর খলিফা জানান, তার বাবা তিন বছর আগে হৃদরোগে আক্রান্ত হন। তখন তিনি কিছুটা মানসিক ভারসম্য হারিয়ে ফেলেন। শুক্রবার তিনি নিখোঁজ হন। খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাইনি। গতকাল সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে কালাইয়া নৌপুলিশ ফাঁড়িতে এসে লাশ শনাক্ত করেন তারা। পরিবারের ধারণা পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। কালাইয়া নৌপুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান জানান, লাশ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। গাজীপুর : গাজীপুরের কাপাসিয়ায় অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল উপজেলার বারিষাব ইউনিয়নের বর্জাপুর গ্রামের পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। কাপাসিয়া থানার এস আই অমল চন্দ্র সরকার জানান, ওই এলাকার লোকজন পুরাতন ব্রহ্মপুত্র নদে পানিতে লাশটি ভেসে থাকতে দেখে থানা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। তিনি আরও জানান, আনুমানিক ৩০ বছর বয়সি ওই ব্যক্তির লাশের পচন ও পোকায় খাওয়ায় ধারণা করা হচ্ছে পাঁচ-ছয় দিন আগে পানিতে ডুবে মারা যায়। লাশের পরনে চেক লুঙ্গি থাকলেও শরীরে কোনো কাপড় ছিল না। ময়নাতদন্তের জন্য লাশটি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।