চলমান ভয়াবহ বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ধানের চারা ও কৃষি উপকরণ তৈরি করছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) শিক্ষার্থীরা। এ উপলক্ষ্যে কৃষিতত্ত্ব বিভাগের গবেষণা মাঠে তিন বিঘা (এক একর) জমিতে বিনা-১৭ ও বিআর-২৩ জাতের উচ্চফলনশীল ধানের বীজ বপন করা হয়েছে।
শিক্ষকদের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা প্রায় ৩০০ কেজি ধানের বীজ বপন করেন। এ বীজ দিয়ে প্রায় ৭০ বিঘা জমিতে আবাদ করা সম্ভব। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বতঃপ্রণোদিত উদ্যোগে এ কার্যক্রম চলছে। উদ্যোগে স্বচ্ছতা ও গতিশীলতা আনতে কৃষি অনুষদের ডিন প্রফেসর আবদুল বাছেত মিয়া, কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন বিভাগের প্রফেসর সাফিউল ইসলাম আফ্রাদ, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মিজানুর রহমান ও প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম প্রমুখ কার্যক্রমে যুক্ত ছিলেন। উল্লেখ্য, বন্যা পরবর্তী সংকট নিরসনে ধানের চারাসহ শীতকালীন শাক-সবজির বীজ এবং অন্যান্য কৃষি উপকরণ ক্ষতিগ্রস্ত প্রান্তিক চাষিদের মধ্যে বিতরণ করা হবে।