দিনাজপুরের ফুলবাড়ীতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাসহ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে উপজেলা কেন্দ্রীয় কালী মন্দির কমিটির সঙ্গে ফুলবাড়ী শাখা জামায়াতে ইসলামীর নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার কেন্দ্রীয় শ্যামা কালী মন্দির চত্বরে এ সভায় সভাপতিত্ব করেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি জয়প্রকাশ গুপ্ত।
সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা শাখা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মঞ্জুরুল কাদির বাবু। বক্তৃতা করেন জামায়াত নেতা মাওলানা হাবিবুর রহমান, মঞ্জুরুল ইসলাম, মোমিনুল ইসলাম, কানুকান্ত মহন্ত, রাজু গুপ্ত, জয়রাম প্রসাদ, ধীমান চন্দ্র সাহা প্রমুখ।