ঝিনাইদহে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করেছে র্যাব। এ সময় এক পুলিশ কর্মকর্তাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গতকাল ভোররাতে সদর উপজেলার হাটগোপালপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন- ঝিনাইদহ সদর থানার উপ-পরিদর্শক সাজ্জাদুর রহমান, মাগুরার সাহের হোসেন ও চুয়াডাঙ্গার ফারুক হোসেন। র্যাব-৬ ক্যাম্পের অধিনায়ক মেজর নাঈম আহমেদ এ তথ্য জানান।