নড়াইলের কালিয়ার বুড়িখালী গ্রামে বিএনপি নেতা-কর্মীদের হামলায় দুজন আহত হয়েছেন। পুরুলিয়া ইউনিয়নের বুড়িখালী গ্রামের আওয়ামী লীগ নেতা জামাল হোসেন ধলার নেতৃত্বে বৃহস্পতিবার রাতে এ হামলা হয় অভিযোগ উঠেছে। চারটি দোকান ভাঙচুর করা হয়। লুট করা হয় দুটি গরু।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন জানান, এ ঘটনায় অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়রা জানান, সম্প্রতি রাজনৈতিক পট পরিবর্তন হলেও বুড়িখালী গ্রামে আওয়ামী লীগ নেতা স্থানীয় ইউপি সদস্য জামাল হোসেন ধলার আধিপত্য বজায় রয়েছে। বিএনপি নেতা মান্নু ও মাকসুদ শেখের নেতৃত্বে লোকজন সংগঠিত হয়ে দলীয় কার্যালয় উদ্বোধন করলে উভয়পক্ষে উত্তেজনা শুরু হয়। এর জেরে বৃহস্পতিবার রাতে ধলা মেম্বরের নেতৃত্বে বিএনপি কার্যালয় ও দলের নেতা-কর্মীর ওপর হামলা হয়। এতে আমিনুর গাজী নামে একজন গুলিবিদ্ধ এবং টেঁটাবিদ্ধ হন হেকমত গাজী।
তাদের নড়াইল সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আমিনুর গাজী বলেন, বিএনপি কার্যালয় উদ্বোধনের পর পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা চালায় ধলা মেম্বার ও তার লোকজন। এ ব্যাপারে জানতে ধলার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে বন্ধ পাওয়া যায়।