ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গতকাল ওয়ান শুটারগানসহ মো. রাসেল মিয়া (৪২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া পৃথক অভিযানে ৭টি ককটেল, দেশি অস্ত্র, ৩টি চুরি করা গরু ও একটি ট্রাক আটক করা হয়েছে। গতকাল ঢাকা-সিলেট মহাসড়ককের সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা থেকে পৃথক অভিযানে এসব আটক করা হয়। রাসেল নরসিংদী জেলার সদর উপজেলার চিনিসপুর গ্রামের মৃত মো. ফিরোজ মিয়ার ছেলে। আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ইশবাল হোসাইন বলেন, আটক অস্ত্রধারী ও মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তিনি বলেন, অভিযান অব্যাহত থাকবে।