ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা মামলায় পলাতক আসামি ছাত্রলীগ নেতা আবদুর রহমান শামীমকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সদর উপজেলার লেমুয়া এলাকা তাকে গ্রেপ্তার করা হয়। ওসি মুহাম্মদ রুহুল আমিন বলেন, ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দুটি মামলায় আবদুর রহমান শামীমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।