সিলেট-জকিগঞ্জ সড়কে দুর্ঘটনায় অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার রাত ২টার দিকে মোগলাবাজার থানার চারমাইল এলাকার মুহিব কনভেনশন হলের সামনে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। মোগলাবাজার থানার ওসি ফয়সল আহমেদ জানান, ধারণা করা হচ্ছে রাতে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী গাড়ির ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। এদিকে পটুয়াখালীর কলাপাড়ায় নানা বাড়িতে আসে ছয় বছরের শিশু লাবিব ইসলাম। গতকাল ব্যাটারিচালিত অটোভ্যানে তার নানির সঙ্গে ঘুরতে বের হয়। উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা গ্রামে অটোভ্যানটি উল্টে ওই শিশুটি মাথায় আঘাত পায়।