‘আগে শিক্ষা পরে বিয়ে, ১৮ থেকে ২১ পার হয়ে’ স্লোগানে নারী নির্যাতন, যৌতুক প্রথা, শিশুশ্রম বন্ধ করতে স্কুল পর্যায়ে সচেতনমূলক সভা ও শপথপাঠ হয়েছে। দিনাজপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে মহিলাবিষয়ক অধিদপ্তরের বাস্তবায়নে গতকাল ‘মেঘনা মহিলা ও শিশু উন্নয়ন সংস্থা’ পাহাড়পুর-দিনাজপুর আয়োজনে সচেতনমূলক সভা ও শপথ পাঠ করানো হয়। সহকারী প্রধান শিক্ষক জিয়াউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহিলাবিষয়ক অধিদপ্তর দিনাজপুরের উপ-পরিচালক মোর্শেদ আলী খান। বিশেষ অতিথি হিসেবে শপথ পাঠ করান দিনাজপুর সমাজসেবা কার্যালয়ের শহর সমাজসেবা অফিসার মাইনুল ইসলাম। প্রধান অতিথি বলেন, শুধু আইন দিয়ে নয়, চাই সবার সহযোগিতা এবং সামাজিক আন্দোলন। নারীর ক্ষমতায়নে সবচেয়ে বড় বাধা বাল্যবিয়ে। বাল্যবিয়ের কারণে শিশু তার শৈশব হারিয়ে ফেলছে।
অন্য বক্তারা বলেন- আগে শিক্ষা-পরে বিয়ে। নিজেকে স্বাবলম্বী হতে শিক্ষার বিকল্প নেই। নিজেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে হলে ১৮ বা ২১ কোনো বিষয় না। বাল্যবিয়ে একটি অভিশাপ। এর পরিণতি ভয়াবহ।
বাল্যবিয়ের কারণে ঝুঁকিপূর্ণ গর্ভধারণে মৃত্যুও ঘটতে পারে। পারিবারিক সম্প্রীতি বিনষ্ট হয়।