কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে আবদুর রাজ্জাক (৩৮) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরের দিকে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নেফরা ভাটারপাড় গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার জামাল উদ্দিন ব্যাপারীর ছেলে। স্থানীয়রা জানান, আবদুর রাজ্জাক পুকুরে পানি সেচের জন্য বৈদ্যুতিক মোটরের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পুলিশ পরিদর্শক (তদন্ত) আল হেলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বলেন, এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।