জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ পরিবারের মাঝে সরকার ও জেলা পরিষদের আর্থিক অনুদানের সঞ্চয়পত্র ও চেক হস্তান্তর করা হয়েছে। রবিবার ডিসি মোহাম্মদ নজরুল ইসলাম শহীদ পরিবারের মাঝে চেক ও সঞ্চয়পত্র তুলে দেন। সিরাজগঞ্জের ১৩ শহীদ পরিবারের মধ্যে ১০ পরিবারকে সরকারের পক্ষ থেকে জনপ্রতি ১০ লাখ করে সঞ্চয়পত্র ও জেলা পরিষদের ফান্ড থেকে জনপ্রতি ২ লাখ টাকা করে ১৩ পরিবারের মাঝে চেক দেওয়া হয়।