বরিশালে একটি মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ওয়াসিম হাওলাদারকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। আজ বুধবার সকালে নগরীর ফরেস্টার বাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করেন নগর গোয়েন্দা পুলিশের এসআই আশীষ পাল। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ। গ্রেফতারকৃত ওয়াসিম নগরীর এয়ারপোর্ট থানার বায়লাখালী এলাকার ফজলুল হক হাওলাদারের ছেলে। সে দীর্ঘ দিন ধরে নগরীর অক্সফোর্ড মিশন রোড এলাকার সরদার মঞ্জিলে ভাড়া বাসায় বসবাস করছিল।
এসআই আশীষ পাল জানান, একটি মাদক মামলায় (জিআর নং-২২০/১৩) ওয়াসিম হাওলাদারের যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। এর আগে থেকেই সে পালিয়ে বেড়াচ্ছিল। আজ তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার