Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ২০ মার্চ, ২০১৯ ১৫:৫৫

ঝালকাঠিতে তাঁতী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে তাঁতী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঝালকাঠিতে বর্ণাঢ্য আয়োজেন বাংলাদেশ তাঁতী লীগের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। 

মঙ্গলবার রাতে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জেলা তাঁতী লীগ আয়োজিত এ অনুষ্ঠানে আলোচনা সভা শেষে কেক কাটেন অতিথিরা। 

সংগঠনের সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ
সম্পাদক এ্যাড. খান সাইফুল্লাহ পনির। 

প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ তাঁতী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম পলাশ। বক্তব্য রাখেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, সংগঠনের সদস্য সচিব জাহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক সাইফুজ্জামান সুমন, পিরু, মানিক ও এইচ এম গিয়াস উদ্দীন। এসময় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে শিল্পী মনির হোসেন মিন্টুর কন্ঠে এক সংগীত অনুষ্ঠান উপস্থিত সকলকে উজ্জিবিত করে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন


আপনার মন্তব্য