নওগাঁর আত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় রেললাইনে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় সানজিদ নামে এক কিশোর নিহত হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা অপর এক বন্ধু ফারজিন গুরুতর আহত হয়েছে।
রবিবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত সানজিদ উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের সিংসাড়া দমদমা গ্রামের আব্দুল মতিনের ছেলে এবং আহত ফারজিনের বাড়ি নাটোর ফজলুর রহমানের ছেলে।
জানা যায়, নিহত কিশোর সানজিদ ও বন্ধু ফারজিন দুই বন্ধু মিলে ঘুরতে বের হন। ঘোরাঘুরির এক পর্যায়ে তারা আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় রেললাইনের পাশে দাঁড়িয়ে সানজিদ সেলফি তুলতে গেলে পেছন থেকে লালমনি এক্সপ্রেস ট্রেন এসে তাকে ধাক্কা দেয়। এসময় সানজিদ ও ফারজিনকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথে সানজিদ মারা যায় এবং ফারজিনকে হাসপাতালে ভর্তি করা হয়।
আত্রাই থানার ওসি মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সেলফি তোলার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
বিডি-প্রতিদিন/০৭ এপ্রিল, ২০১৯/মাহবুব