রাঙামাটির কাপ্তাই হ্রদে অবৈধভাবে চলাচলরত স্পিডবোট ও স্টাফ বোট বন্ধের দাবিতে নৌ-পথে অনির্দিষ্টকালের জন্য ডাকা ধর্মঘট প্রত্যাহার করেছে রাঙামাটি অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহন) সংস্থা।
বুধবার বেলা একটার দিকে এ ধর্মঘট প্রত্যাহারের কথা জানিয়েছে সংস্থাটির চেয়ারম্যান মো. মঈন উদ্দিন সেলিম।
অভিযোগ উঠেছে, গত মঙ্গলবার রাতে গণমাধ্যমকে দেওয়া রাঙামাটিন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহন) সংস্থার চেয়ারম্যান মো. মঈন উদ্দিন সেলিম স্বাক্ষরিত এক বিবৃতিতে রাঙামাটি কাপ্তাই হ্রদে নৌ-পথে অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা করা হয়। এরপর সকাল ৬টা থেকে ১টা পর্যন্ত টানা ৭ ঘন্টাণ্টা রাঙামাটি বিভিন্ন উপজেলায় নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। আটকা পড়েছে শত শত মানুষ। শহরের রিজার্ভ বাজার এলাকার লঞ্চঘাটে ভিড় বাড়তে থাকে যাত্রীদের। ধর্মঘটের কারণে স্থবির হয়ে পরে রাঙামাটির ৬টি উপজেলা সদর, লংগদু, বরকল, বিলাইছড়ি, জুরাছড়ি, ও বাঘাইছড়িবাসীর জীবনযাত্রা। কোন রকম পূর্ব ঘোষণা ছাড়া এমন কর্মসূচির জন্য ক্ষোভ প্রকাশ করেন তারা।
যাত্রীরা অভিযোগ করে বলেন, পাহাড়ে চলছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের বৈসাবি উৎসব। এসময় হঠাৎ ধর্মঘট, কিছুতেই মেনে নেওয়া যায় না। মানুষকে দুর্ভোগে ফেলার জন্য রাঙামাটি অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহন) সংস্থা এমন ধর্মঘটের ডাক দিয়েছে।
তবে খবর পেয়ে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন রাঙামাটি জেলা প্রশাসন। এ ব্যাপারে রাঙামাটি অতিরিক্তি জেলা প্রশাসক এস এম সফি কামাল বলেন, আমরা ধর্মঘটকারী নেতাদের সাথে কথা বলেছি। তাদের দাবির কথা শুনেছি। তাদেরকে বুঝানোর পর তারা ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া কথা জানিয়েছি।
অন্যদিকে, রাঙামাটিন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহন) সংস্থার চেয়ারম্যান মো. মঈন উদ্দিন সেলিম এ বিষয়ে কথা বলতে নারাজ।
বিডি-প্রতিদিন/১০ এপ্রিল, ২০১৯/মাহবুব