খাল ভরাটের কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রসুলপুর ও ধলাপাড়া ইউনিয়নের নেদার বিল, চাপড়া বিল ও বরগা বিলসহ বেশ কয়েকটি বিলের প্রায় দু’হাজার একর জমির ধান তলিয়ে গেছে।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নের নেদার বিল থেকে গোড়াদহ নামে একটি খাল প্রবাহিত হয়ে ধলাপাড়ার চাপড়া বিল হয়ে বরগা বিল দিয়ে বংশাই নদীতে পতিত হয়েছে। এলাকার প্রভাবশালী মহল ও খাল সংলগ্ন জমির মালিকরা খালটি ভরাট করে ফেলেছে। যার ফলে পাহাড়ি ঢল বিলের নেমে আসার পর তা নিষ্কাশন হতে পারছে না। এর ফলে অল্প বৃষ্টিতে পানি জমে বিল দু'টিতে সৃষ্টি হচ্ছে জলাবন্ধতা। গত কয়েক দিনের বৃষ্টির কারণে বিল দুটিতে জলাবন্ধতা সৃষ্টি হয়ে ইরি-বোর ফসলের জমি তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে।
এলাকাবাসীর দাবী, জলাবন্ধতায় প্রায় ৫ শত একর জমির ফসল পানিতে তলিয়ে গেছে।
কাঠালিয়াআটা গ্রামের স্কুল শিক্ষক রফিকুল ইসলাম বলেন, খালটি কিছু অসাধু লোকেরা ভরাট করায় পানি নিষ্কাশন ব্যবস্থা নাই বললেই চলে। তাই পানি জমার ফলে স্বল্প বৃৃষ্টিতেই বিলের জমির ধান তলিয়ে যায়।
বড়মেধার গ্রামের অধ্যপাক আব্দুল্লাহ আল মাসুদ বলেন, গোড়াদহ খালটি ভরাটের কারনেই জলাবদ্ধতা সৃষ্টি হয়ে প্রতিবছর ফসলহানির ঘটনা ঘটে। তাই খালটি খননের মাধ্যমে পানির প্রবাহ গতিশীল করে জলাবদ্ধতার দুর করার ব্যবস্থা গ্রহন করা দরকার।
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মতিন বিশ্বাস বলেন, খালটি ভরাট হয়ে ছোট হয়ে যাওয়ায় পাহাড়ি ঢলে যে পরিমাণ পানি বিলে জমা হয় সে পরিমাণ পানি নিষ্কাশন হতে পারে না।যার কারনে জলাবদ্ধতা সৃষ্টি হয়। স্থানীয় প্রশাসনের সাথে কথা বলে খালটি খনন করে পানি প্রবাহ গতিশীল করার ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার