রাঙামাটির বাঘাইছড়িতে ভোটগ্রহণ কর্মকর্তাদের উপর সশস্ত্র সন্ত্রাসী হামলা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। গ্রেফতারকৃত আসামির নাম- নতুন জয় চাকমা (৪০)। মঙ্গলবার মধ্যরাতে বাঘাইছড়ি উপজেলার মাচালং গলাকাটা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রথমিক জিজ্ঞাসাবাদে সে নিজেকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট সংক্ষেপে ইউপিডিএফের বাঘাইহাট এলাকার অন্যতম সমন্বয়ক বলে দাবি করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাঘাইছড়ি উপজেলার মাচালং, গলাকাটা এলাকায় অভিযান নামে যৌথবাহিনীর একটি বিশেষ দল। এসময় ওই এলাকায় আত্ম গোপন করে ছিল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট সংক্ষেপে ইউপিডিএফের বাঘাইহাট এলাকার অন্যতম সমন্বয়ক নতুন জয় চাকমা। এলাকার চাপপাশ ঘেরাও করে যৌথবাহিনীর দলটি তাকে আটক করে। এসময় তাকে তল্লাশি চালিয়ে একটি ২২ পিস্তল ও ৩ রাউন্ড এ্যামুনেশন (গুলি) উদ্ধার করা হয়। পরে আসামীকে বাঘাইছড়ি থানায় হস্তান্তর করা হয়।
সেনাবাহিনীর এক সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত জয় চাকমা গত ১৮মার্চ রাতে বাঘাইছড়ি নয় মাইল এলাকায় পুলিশ, আনসার ভিডিপি ও ভোটগ্রহণ কর্মকর্তাদের গাড়ি বহরে ব্রাশ ফায়ারে ঘটনার সাথে জড়িত। এছাড়া সে ওই মামলার অন্যতম আসামীও। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ সত্যতা পাওয়া গেছে। অন্যান্য নিরাপত্তা বাহিনী দৃষ্কৃতিকারী ও বাকি আসামীদের গ্রেফতারে সাড়াশি অভিযান অব্যাহত রেখেছে।
এব্যাপারে বাঘাইছড়ি থানায় ভারপাপ্ত কর্মকর্তা এম এ মঞ্জুর আলম এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, গত ১৮ মার্চ রাতে বাঘাইছড়ি উপজেলা নির্বাচনের দায়িত্ব পালন শেষে নির্বাচনী সামগ্রি নিয়ে যাওয়ার পথে বাঘাইহাট নয় মাইল নামক এলাকায় দুটি ভোটগ্রহণ কর্মকর্তাদের গাড়িবহরে সশস্ত্র সন্ত্রাসীরা বাশ ফায়ার করে। এঘটনায় ৮জন নিহত হয়েছে। বর্তমানে ১৮ জন চিকিৎসাধীন রয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার