বরিশাল জেলার মেহেন্দিগঞ্জে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বাড়ি থেকে ভিজিএফ’র ৯৫ বস্তা চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এ সময় চেয়ারম্যানকে না পেয়ে চালসহ সিলগালা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ কুমার রায়।
মেহেন্দিগঞ্জের কাজীরহাট থানার ওসি আনিসুল ইসলাম জানান, ‘মেহেন্দিগঞ্জের জয়নগর ইউপি চেয়ারম্যান মনির হোসেন বাড়িতে ভিজিএফ’র আত্মসাতকৃত চাল মজুদ রয়েছে মর্মে দুদকের কাছে অভিযোগ করা হয়।
ওই অভিযোগের তদন্ত এবং চাল উদ্ধারের জন্য মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে চিঠি দেয় দুদক। এর পরিপ্রেক্ষিতে বুধবার বিকেলে চেয়ারম্যানের বাড়িতে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ কুমার রায় বলেন, ‘প্রতি বস্তায় ৩০ কেজি করে মোট ৯৫ বস্তা চাল পাওয়া গেছে। তবে চেয়ারম্যানকে পাওয়া যায়নি। তাই চালসহ ওই ঘরটি সিলগালা করে দেওয়া হয়েছে। এ ঘটনায় ব্যাখ্যা জানতে চেয়ারম্যানকে তলব করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার