হোমওয়ার্ক করে না আনায় ছাত্রকে বেদম পিটুনি দেয়ার ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়ে ভুক্তভোগী ছাত্র সৈকত কুমার পাল খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। মঙ্গলবার দুপুরে ফতুল্লার চাঁদমারী এলাকায় অবস্থিত একটি ইংলিশ মিডিয়াম স্কুলে এই ঘটনা ঘটে।
আহত সৈকত কুমার জানান, সে ওই ইংলিশ মিডিয়াম স্কুলের ৭ম শ্রেণীর ছাত্র। প্রতিদিনের মতই সে স্কুলে গিয়েছিল। তবে এদিন ভুলবশত আইসিটি বিষয়ের শিক্ষক নাজমুলের হোমওয়ার্ক করতে পারেনি। আর এতেই তার উপর চরমভাবে ক্ষেপে যান শক্ষক নাজমুল। ক্ষেপে গিয়ে বেত দিয়ে প্রায় ৭০ টির বেশি বাড়ি দেন তিনি। আর এতে আহত হয়ে পরেন সৈকত কুমার।
সৈকত কুমারের বাবা সুরিথ কুমার পাল জানান, বিষয়টি আমাকে অবগত করতে পারতো। আমাকে না জানিয়েই কেন এভাবে আমার সন্তানকে পিটিয়ে গুরুতর আহত করা হলো। এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষ কোন ব্যবস্থা না নিলে আমি পুলিশের আশ্রয় নিব। শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করবো।
এদিকে জানা গেছে, স্কুলের মালিক প্রভাবশালী সে নানা ভাবে এ বিষয়ে কোন মামলা না করতে চার প্রয়োগ করে যাচ্ছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর