নাটোরের বড়াইগ্রামে দ্রুতগামী বাস একটি অটোভ্যানকে চাপা দিলে শ্রীপদ সরকার (৬০) নামে ভ্যানযাত্রী এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় ভ্যানের চালকসহ আরো তিনজন আহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ১০টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া জাহেদা হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রীপদ সরকার উপজেলার হারোয়া গ্রামের মৃত ধীরেন সরকারের ছেলে।
বনপাড়া হাইওয়ে থানার সার্জেন্ট সারোয়ার জানান, মঙ্গলবার সকালে নাটোর থেকে পাবনাগামী চ্যালেঞ্জার পরিবহণ (ঢাকা-মেট্রো-ট-৮৯৭৭) বনপাড়া এলাকায় একটি অটোভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় বাসের চাকায় পিষ্ট হয়ে ভ্যানের চালকসহ তিন যাত্রী আহত হন। পরে তাদেরকে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে শ্রীপদ সরকার মারা যান। আহতদের মধ্যে ভ্যানচালক উপজেলার ছাতিয়ানগাছা গ্রামের খতিব মুন্সীর ছেলে জয়নাল আবেদীন (৩৬) কে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। স্থানীয়দের সহায়তায় হাইওয়ে পুলিশ গড়মাটি এলাকা থেকে বাসটি জব্দ করলেও চালক-হেলপার পালিয়ে গেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        