বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাচাতো বোন ও মরহুম প্রিন্সিপাল আইয়ুবুর রহমান সিকদারের স্ত্রী হামিদা খানম রানুর জানাজার নামাজ শুক্রবার সকাল ৯ টায় কাশিয়ানীর রামদিয়া সরকারী কলেজের মাঠে অনুষ্ঠিত হবে।
কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খায়েরুজ্জামান খায়ের বিষয়টি নিশ্চিত করে মরহুমার জানাজার নামাজে সবাইকে উপস্থিত হওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, বুধবার ভোর সাড়ে ৫টায় রাজধানীর লালমাটিয়ায় নিজ বাসায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৭৭ বছর।
মৃত্যুকালে হামিদা খানম এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার একমাত্র ছেলে হামিদুর রহমান শিকদার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক পরিচালক।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন