২৫ এপ্রিল, ২০১৯ ১৬:৩৫

বোরো ধানে ফলন বিপর্যয় বিষয়ে নেত্রকোনায় কৃষকদের নিয়ে মতবিনিময়

নেত্রকোনা প্রতিনিধি

বোরো ধানে ফলন বিপর্যয় বিষয়ে নেত্রকোনায় কৃষকদের নিয়ে মতবিনিময়

বদলাচ্ছে জলবায়ু, বাড়ছে ঝুঁকি, কৃষকরাই সুরক্ষিত রাখবে দেশের খাদ্য ও কৃষি' এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনার হাওরের কৃষকদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বেসরকারি এনজিও বারসিকের আয়োজনে জেলার মদন উপজেলা হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওয়ালি উল্লাহ।

এ সময় মদন উপজেলার হাওর বেষ্টিত ইউনিয়নের কৃষকদের এ বছর ফলন বিপর্যয়ে বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ করণীয় বিষয়ক আলোচনা করা হয়। পাশাপাশি এবার ধানের চিটার কারণ নিয়েও আলোচনা হয়। এ সময় কৃষকরা তাদের নানা সমস্যার কথা তুলে ধরেন উপজেলা প্রশাসনের সামনে।   

নেত্রকোনা বারসিক সমন্বয়ক মো. অহিদুর রহমানের পরিচালনায় মত বিনিময় সভায় মদন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা, যুবউন্নয়ন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর